অনলাইন ডেস্কঃ
পোশাক শ্রমিকদের মজুরি ন্যুনতম আট হাজার টাকা ঘোষণা করায় শ্রমিক-মালিক উভয়পক্ষের মধ্যেই দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া।
নতুন এই মজুরি কাঠামো প্রত্যাখ্যান করে গতকাল রাজধানীতে বেশ কয়েকটি শ্রমিক সংগঠন বিক্ষোভ করেছে। এ সময় নতুন বেতন কাঠামো পুনঃনির্ধারণ না করা হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
তবে সরকার সমর্থক শ্রমিক নেতারা মজুরি বোর্ডের ঘোষণাকে স্বাগত জানিয়েছেন। এদিকে মালিক পক্ষ মনে করে সরকারের সহায়তা ছাড়া নতুন বেতন কাঠামো বাস্তবায়ন চ্যালেঞ্জ হবে। সংশ্লিষ্টরা বলছেন, টাকার অঙ্কে মজুরি বাড়লেও শ্রমিকের প্রকৃত মজুরি বাড়েনি। প্রজ্ঞাপন জারির আগে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা দরকার।
বৃহস্পতিবার সচিবালয়ে শ্রম মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ৫,৩০০ টাকা বা ৫১ শতাংশ থেকে বাড়িয়ে ৮ হাজার টাকা ঘোষণা করেন।
ঘোষণা অনুযায়ী, শ্রমিকের মূল বেতন ৪,১০০ টাকা, বাড়ি ভাড়া ১,০৫০ টাকা, চিকিৎসা ভাতা ৬০০ টাকা, যাতায়াত ৬০০ টাকা এবং বাকি টাকা খাদ্য ও অন্য খাতে ধরা হয়েছে। সরকারের এ সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছে বিভিন্ন শ্রমিক সংগঠন ও বাম ধারার রাজনৈতিক দলগুলো। সরকারের ঘোষণার পর পরই তাৎক্ষণিক সমাবেশ ও বিবৃতির মাধ্যমে এর প্রতিবাদ জানায় তারা।
-ডিকে