৬ জ্যেষ্ঠ মন্ত্রী ৬ সংসদীয় স্থায়ী কমিটিতে

অনলাইনঃ
আওয়ামী লীগের ৬ জ্যেষ্ঠ নেতা ও মন্ত্রী, তোফয়েল আহমদ, আমির হোসেন আমু, মোহাম্মদ নাসিম, খন্দকার মোশাররফ হোসেন, মতিয়া চৌধুরীসহ ৬ জনকে আজ বুধবার সংসদীয় কমিটির সভাপতি করা হয়েছে।

বুধবার জাতীয় সংসদে ৮টি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়। এরমধ্যে শিল্প, বাণিজ্য, কৃষি ও স্থানীয় সরকার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি পদ দেওয়া হয়েছে গত মেয়াদে একই মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা মন্ত্রীদের। সংসদ নেতার অনুমতিক্রমে কমিটিগুলো গঠনের প্রস্তাব সংসদে তোলেন চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী। পরে কণ্ঠভোটে প্রস্তাবগুলো পাস হয়।

এর আগে ১০টি সংসদীয় কমিটি গঠন করা হয়। এখন পর্যন্ত একাদশ সংসদের ১৮টি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। দশম সংসদে ৫০টি সংসদীয় স্থায়ী কমিটি ছিল।

FacebookTwitter