সারাদেশঃ
পাঁচটি একনলা বন্দুকসহ কামাল শিকদার নামের এক যুবককে আটক করেছে কোস্টগার্ড। শুক্রবার রাত ন‘টায় বলেশ্বর নদীর পাশে পদ্মা গ্রাম থেকে কামালকে আটক করা হয়। কামাল একই গ্রামের জামাল শিকদারের ছেলে।

কোস্টগার্ড সূত্রে জানা গেছে, কামাল শিকদার দীর্ঘদিন ধরে বঙ্গোপসাগরে ডাকাতি করে আসছিলেন। তিনি জলদস্যু জামাল বাহিনীর সক্রিয় সদস্য।

কোস্টগার্ড স্টেশন কমান্ডার লেঃ মেহেদী হাসান বলেন, দীর্ঘদিন ধরে কামাল শিকদার সাগরে দস্যুতায় জড়িত। একই সঙ্গে তিনি অস্ত্র বিক্রি করতেন। কোস্টগার্ডের সদস্যরা ছদ্মবেশে কামালের কাছ থেকে অস্ত্র কেনার জন্য তার সঙ্গে যোগাযোগ করেন।

গতকাল বিকেলে কামালকে অস্ত্র কেনা বাবদ টাকা দেন কোস্টগার্ডের ওই সদস্যরা। সে অনুযায়ী গতকাল রাতের কোনো এক সময় অস্ত্র নেওয়ার কথা হয় তাদের মধ্যে। কথা অনুযায়ী রাতে কামালের বাড়িতে যান কোস্টগার্ডের কয়েকজন সদস্য। এ সময় পাঁচটি একনলা বন্দুকসহ কামালকে হাতেনাতে আটক করা হয়।

কোস্টগার্ডের ওই কর্মকর্তা আরও জানান, আটক কামালের বিরুদ্ধে দস্যুতাসহ একাধিক মামলা রয়েছে।

-জে

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily