৪৯ লাখ প্রবীণ বয়স্ক ভাতা পাচ্ছেন

অনলাইনঃ

সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, দেশের ৪৯ লাখ প্রবীণ নাগরিক সরকারি বয়স্ক ভাতা পাচ্ছেন।

পর্যায়ক্রমে এর পরিধি আরও বাড়ানো হবে বলেও জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে এক ভার্চুয়াল আলোচনায় মন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রবীণবান্ধব অনেক কর্মসূচি হাতে নিয়েছেন। ১৯৯৬ সালে ক্ষমতায় এসে তিনি বয়স্কভাতা কর্মসূচি প্রবর্তন করেন যার আওতায় বর্তমানে ৪৯ লাখ প্রান্তিক প্রবীণ নাগরিক মাসিক ৫০০ টাকা হারে ভাতা পাচ্ছেন।

-কেএম

FacebookTwitter