২০১৮তে সড়ক ‍দূর্ঘটনায় মারা গেছেন ৭২২১ জন

অনলাইনঃ
২০১৮ সালে দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ৭ হাজার ২২১ জন। আহত হয়েছেন ১৫ হাজার ৪৪৬ জন। ৫ হাজার ৫১৪টি সড়ক দুর্ঘটনায় এসব ঘটনা ঘটেছে বলে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির বার্ষিক প্রতিবেদনে এ তথ্য ওঠে এসেছে।

শুক্রবার সংবাদ সম্মেলনে এ প্রতিবেদন প্রকাশ করেন সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী।

প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর সড়ক দুর্ঘটনায় ১ হাজার ২৫২ জন চালক ও শ্রমিক, ৮৮০ শিক্ষার্থী, ২৩১ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, ৭৮৭ নারী, ৪৮৭ শিশু, ১০৬ শিক্ষক, ৩৪ সাংবাদিক, ৩৩ চিকিৎসক, ৯ প্রকৌশলী, ২ আইনজীবী ও ১৯২ জন রাজনৈতিক নেতাকর্মী হতাহত হয়েছেন।

ট্রাক ও কাভার্ডভ্যানে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা ঘটেছে। ২৮ দশমিক ৬৮ শতাংশ দুর্ঘটনা ঘটেছে ট্রাক ও কাভার্ডভ্যানে, মোটরসাইকেলে ২৫ দশমিক ৩০ শতাংশ, বাসে ১৮ দশমিক ৯২, অটোরিকশায় ৯ দশমিক ৬১, কার জিপ মাইক্রো ৭ দশমিক ৯৩, নছিমন করিমন ৫ দশমিক ৮০ এবং ব্যাটারিচালিত রিকশা ৩ দশমিক ৭২ শতাংশ।

এর মধ্যে গাড়িচাপায় ৪১ দশমিক ৫৩ শতাংশ, ২৯ দশমিক ৭২ মুখোমুখি সংঘর্ষ আর ১৬ দশমিক ১৮ শতাংশ খাদে পড়ে।

-ডিকে

FacebookTwitter