১১০০ কোটি টাকার ক্ষতি ‘আম্পানে’

১১০০ কোটি টাকার ক্ষতি ‘আম্পানে’
১১০০ কোটি টাকার ক্ষতি ‘আম্পানে’

নিজস্ব প্রতিবেদক:

ঘূর্ণিঝড় ‘আম্পানের’ কারণে প্রাথমিকভাবে এক হাজার ১০০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. এনামুর রহমান।

বৃহস্পতিবার বিকেলে ঘূর্ণিঝড় ‘আম্পান’ পরবর্তী সার্বিক বিষয় নিয়ে অনলাইনে এক সংবাদ ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী এ তথ্য জানান।

তিনি বলেন, প্রায় এক হাজার ১০০ কোটি টাকার ক্ষতির প্রাথমিক হিসাব আমরা পেয়েছি। মোট ২৬টি জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রতিমন্ত্রী মো. এনামুর রহমান বলেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, পানিসম্পদ মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ ও কৃষি মন্ত্রণালয় আমদের ক্ষয়ক্ষতির হিসাব দিয়েছে।

এর আগে, বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে জানানো হয়, ঘূর্ণিঝড় আম্পানের আঘাতে দেশে ১০ জনের মৃত্যু হয়েছে।

-এফকে

FacebookTwitter