আইন আদালতঃ
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা মতিঝিল বিভাগ রাজধানীর শাহআলী থানা এলাকা থেকে ১১০ বোতল ফেন্সিডিলসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতের নাম-মোঃ নাইম ইসলাম (১৯)।

গোয়েন্দা মতিঝিল বিভাগের গাড়ি চুরি/ছিনতাই উদ্ধার ও প্রতিরোধ টিমের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার শিকদার মোঃ হাসান ইমাম ডিএমপি নিউজকে জানান, সোমবার বিকাল ৪:৪৫ টায় শাহআলী থানার দিয়াবাড়ি রোডের হযরত শাহআলী মাজার বেষ্টনী প্রকল্প মার্কেটের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

তিনি বলেন, গ্রেফতারকৃত হাসান ইমাম ও তার পলাতক সহযোগীরা মিলে সংঘবদ্ধভাবে রাজধানীতে ফেন্সিডিলের ব্যবসা করত। ঘটনার সময় তিনি ফেন্সিডিল বিক্রির উদ্দেশ্যে উল্লেখিত স্থানে অবস্থান করছিলেন।

এ বিষয়ে গ্রেফতারকৃতের বিরুদ্ধে শাহআলী থানায় মামলা দায়ের করা হয়েছে।
-কেএম/ডিএমপি

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily