আন্তর্জাতিকঃ

ফেব্রুয়ারির শুরুর দিকে পাঠানো ১০ লাখ ডোজ ভ্যাকসিন ভারতের সেরাম ইনস্টিটিউটকে ফিরিয়ে নিয়ে যেতে বলে দক্ষিণ আফ্রিকা।

এমনটি জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইকোনমিক টাইমস। এর আগে গত সপ্তাহে দক্ষিণ আফ্রিকার পক্ষ থেকে বলা হয়েছিল যে তারা অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার ব্যবহার স্থগিত করতে যাচ্ছে।

অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন উৎপাদন করছে ভারতীয় কোম্পানি সেরাম ইনস্টিটিউট। কোম্পানিটি গত সপ্তাহে দক্ষিণ আফ্রিকায় ১০ লাখ ডোজ ভ্যাকসিন পাঠায়। এছাড়া আগামী কয়েক সপ্তাহের মধ্যে দেশটিতে আরো ৫ লাখ ভ্যাকসিন পাঠানোর কথা ছিল সেরামের।

জানা গেছে, দক্ষিণ আফ্রিকার করোনার নতুন ধরনের বিরুদ্ধে তেমন কার্যকর নয় অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনার ভ্যাকসিন। আর এরপরই দক্ষিণ আফ্রিকার পক্ষ থেকে এমন সিদ্ধান্ত নেওয়া হলো।

তবে এ নিয়ে সেরাম ইনস্টিটিউট সংবাদ সংস্থা রয়টার্সের কাছে মন্তব্য করতে রাজি হয়নি।
-ডিকে

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily