আইন আদালতঃ

বহুল আলোচিত ১০ ট্রাক অস্ত্র চোরাচালান মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে খালাস দিয়েছেন হাইকোর্ট।

একই মামলায় ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার সামরিক কমান্ডার পরেশ বড়ুয়াকে মৃত্যুদণ্ড থেকে কমিয়ে যাবজ্জীবন দণ্ড দেওয়া হয়েছে।

আজ বুধবার (১৮ ডিসেম্বর) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

চট্টগ্রামে ১০ ট্রাক অস্ত্র চোরাচালানের ঘটনায় মামলায় গত ৬ নভেম্বর আসামিদের ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন) ও আপিল শুনানি শুরু হয়।

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবরের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার শিশির মনির। কয়েকজন আসামির পক্ষে শুনানিতে অংশ নেন সিনিয়র আইনজীবী এস এম শাহজাহান।

চট্টগ্রামের সিইউএফএল ঘাট থেকে ২০০৪ সালের ১ এপ্রিল ১০টি ট্রাক বোঝাই অস্ত্রের চালান আটক করা হয়। এ নিয়ে অস্ত্র আইন ও বিশেষ ক্ষমতা আইনে কর্ণফুলী থানায় চোরাচালানের দুটি মামলা করা হয়।

২০১৪ সালের ৩০ জানুয়ারি দুই মামলায় রায় দেন চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালত এবং বিশেষ ট্রাইব্যুনাল-১ । এর মধ্যে অস্ত্র চোরাচালান মামলায় বিচারিক আদালত সাবেক শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুত্ফুজ্জামান বাবর, উলফার সামরিক কমান্ডার পরেশ বড়ুয়াসহ ১৪ জনকে ফাঁসির আদেশ দেওয়া হয়। একই আসামিদের অস্ত্র আইনে করা অন্য মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় ।

বিচারিক আদালতের রায়ের পর ২০১৪ সালের ৬ ফেব্রুয়ারি মামলার নথিপত্র হাইকোর্টের ডেথ রেফারেন্স শাখায় ডেথ রেফারেন্স মামলা হিসেবে নথিভুক্ত হয়।

অন্যদিকে সাজার বিরুদ্ধে হাইকোর্টে পৃথক আপিল করেন কারাগারে থাকা দণ্ডিত আসামিরা।

-আরপি

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।