বিনোদনঃ

করোনাভাইরাস সতর্কতায় ভারতে ২১ দিনের লকডাউন চলছে। এই সময়ে উপার্জনহীন থাকা এক লাখ মানুষকে আগামী এক মাসের রেশন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন।

এনডিটিভি জানাচ্ছে, এই মহামারিকালে ভারতীয় চলচ্চিত্র জগতের ‘মাতৃ সংগঠন’ এআইএফইসি’র এক লাখ সদস্যের দিকে এভাবেই সহায়তার হাত বাড়িয়ে দিতে চাচ্ছেন বিগ বি।

অমিতাভ বচ্চনের এই সিদ্ধান্তের কথা টুইট করে জানিয়েছেন দেশটির ফিল্ম সমালোচক কোমল নাহতা।

তিনি লিখেছেন, ‘অমিতাভ বচ্চন “অল ইন্ডিয়া ফিল্ম এমপ্লয়িস কনফেডারেশনের (এআইএফইসি)” এর লাখ সদস্যকে এক মাসের রেশন দেবেন। খবরটি সংস্থার কর্ণধার অশোক দুবেই জানিয়েছেন।’

-কেএম

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily