অনলাইন ডেস্কঃ

বিএনপি নেতা আমীর খসরুর মাহমুদ চৌধুরীর হোটেল সারিনায় অবৈধ সম্পদের খোঁজে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার সকালে রাজধানীর বনানীতে অবস্থিত খসরুর মালিকানাধীন হোটেলটিতে দুদকের পরিচালক কাজী শফিকুল আলমের নেতৃত্বে একটি দল অভিযান চালায়।

দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য এ তথ্য নিশ্চিত করে জানান, জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের খোঁজে দুদকের একজন পরিচালকের নেতৃত্বে অভিযান পরিচালিত হচ্ছে। বিকাল ৩টা ২০ মিনিটে এই অভিযান শেষ হয়।

দুদকের পরিচালক কাজী শফিকুল আলম জানান, আমীর খসরুর বিরুদ্ধে আমাদের কাছে অভিযোগ আছে। সেই অভিযোগের অনুসন্ধানের অংশ হিসেবে আমরা উনার মালিকানাধীন প্রতিষ্ঠান হোটেল সারিনায় এসেছি।

তবে দুদকের অভিযানের কথা অস্বীকার করেছেন হোটেল সারিনার সিকিউরিটি ম্যানেজার আহমেদুর রহমান।

আরবি

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily