করোনা সংবাদঃ
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের ৩০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে আটজনই চিকিৎসক।
আক্রান্তদের সংস্পর্শে আসা বেশ কয়েকজন চিকিৎসক ও নার্সকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।
মঙ্গলবার হাসপাতালের কার্ডিওলজি বিভাগের চিকিৎসক কাজল কুমার কর্মকার বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, রোগী থেকেই সংক্রমিত হয়েছে সবাই। এ হাসপাতালে চিকিৎসা নেয়া ১০ জন রোগীর করোনাভাইরাস শনাক্ত হয়। তাদের মাধ্যমেই চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা সংক্রমিত হয়েছেন বলে মনে হচ্ছে।
করোনা থেকে বাঁচতে ইরানে মিথানল খেয়ে ৭২৮ জনের মৃত্যু
গত বুধবার এ হাসপাতালে আসা একজন রোগীর করোনা শনাক্ত হয়। এর পরই ওই রোগীর সংস্পর্শে যাওয়া সবার নমুনা পরীক্ষা করতে পাঠানো হয়।
-এফকে