সড়ক দূর্ঘটনায় প্রকৌশলী নিহত

আমিরুল ফয়সলঃ

আজ (২ আগস্ট, ২০১৮ ইং, বৃহস্পতিবার) দুপুর সোয়া তিনটায় ঢাকা-সিলেট মহাসড়কের তারাবো বাস স্টপেজ-এর অদূরে একটি যাত্রিবাহী লেগুনার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ভুঁইয়া শাহাদাৎ হোসেন নামের এক রিকশা আরোহী ঘটনাস্থলেই নিহত হন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)!

পেশায় টেক্সটাইল ইঞ্জিনিয়ার ভূঁইয়া শাহাদাৎ হোসেন এসকোয়ার নীট কম্পোজিট লিমিটেড নামের একটি রপ্তানিমুখী শিল্পকারখানায় প্রোডাকশন অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

রপ্তানিমুখি পোশাক প্রস্তুতকারী এই প্রতিষ্ঠানটি তেজগাঁও অবস্থিত এসকোয়ার গ্রুপের একটি অঙ্গ প্রতিষ্ঠান।

কাঁচপুরের সন্নিকটে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার তারাবো ইউপির ২২/৫৮ নং শিল্পপ্লটে কারখানাটি অবস্থিত। নিহতের বাড়ী ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলায়।

মাত্র দু বছর আগে পার্শ্ববর্তী আখাউড়া উপজেলার মনিয়ন্ধ গ্রামে বিয়ে করেছিলেন তিনি। নিহতের সহকর্মী জনাব নাহিদ জানান, দুপুরে ফ্যাক্টরি থেকে রিকশাযোগে বাসস্টপেজে যাওয়ার পথে ভয়াবহ এই সড়ক দুর্ঘটনা ঘটে।

অফিসসূত্রে জানা যায়, শাহাদাৎ রাজধানী ঢাকার মগবাজারে বড় ভাইয়ের বাসার উদ্দেশে রওনা দিয়েছিলেন।

-এসএম

FacebookTwitter