শিক্ষাঃ

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে, স্বস্থ্যবিধি মেনে এবার উৎসব ছাড়াই শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের হাতে বিনা মূল্যের পাঠ্যবই তুলে দিচ্ছে স্কুল কর্তৃপক্ষ।

আজ  শুক্রবার (১ জানুয়ারি) সকাল থেকে ঢাকাসহ সারা দেশে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় থেকে এই বই দেওয়া হচ্ছে।

সরেজমিনে বিভিন্ন স্কুল ঘুরে দেখা গেছে,  স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরে বিদ্যালয়ে এসে বই নিচ্ছেন শিক্ষার্থীরা।

প্রাথমিকে শিক্ষার্থীদের পক্ষে অভিভাবকেরা স্কুলে গিয়ে বই নিচ্ছেন। আর মাধ্যমিকের ক্ষেত্রে শিক্ষার্থীরা স্কুল থেকে বই নিচ্ছে।

এর আগে বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) বিনা মূল্যে পাঠ্যপুস্তক বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।

এদিকে করোনার সংক্রমণের কারণে উদ্ভূত পরিস্থিতিতে গেলো বছরের ১৭ মার্চ থেকে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি চলছে।  আগামী ১৬ জানুয়ারি পর্যন্ত ছুটি ঘোষণা করা আছে।

-কে

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily