অনলাইনঃ
প্রেমিকার সঙ্গে সারাজীবন যেন থাকতে পারেন তাই স্বামীকে তালক দিলেন স্ত্রী। তিন বছরের সংসার জীবনে স্ত্রীকে খুবই ভালোবাসেন স্বামী। কিন্তু নিজের স্ত্রীর পাশাপাশি ওই স্বামী অন্য একজন নারীকেও ভালোবাসেন। আর স্বামীর এই প্রেমের কথা জানতেন তিনি।

তাই প্রেমিকার সঙ্গে স্বামী যেন বাকি জীবনটা কাটাতে পারে সে সুযোগ করে দিতে তালাক দিলেন তিনি। ভারতের ভোপাল রাজ্যে এই ঘটনাটি ঘটেছে। এমন খবর প্রকাশ করেছে সংবাদমাধ্যম ইন্ডিয়া ডটকম।

এ বিষয়ে ওই নারীর আইনজীবী জানান, ওই ব্যক্তি তার স্ত্রী ও প্রেমিকা দু’জনকেই ভালোবাসতেন। কিন্তু দু’জনকে একসঙ্গে বিয়ে করার ক্ষেত্রে আইনে নিষেধাজ্ঞা রয়েছে। তাই ত্রিমুখী ভালোবাসা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করেন ওই স্ত্রী।

আইনজীবী আরো জানান, ওই ব্যক্তি দু’জনকেই একসঙ্গে বিয়ে করতে চাইছিলেন। কিন্তু তা আইন বহির্ভূত ছিলো বলে উল্লেখ করেন তিনি।

এদিকে এই ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে অনেকেই ওই স্ত্রীর প্রশংসা করে পোস্ট দিয়েছেন। আবার স্ত্রীর সঙ্গে এমন করার জন্য অনেকে সমালোচনাও করেন ওই স্বামীর।

-কেবি

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily