অনলাইনঃ
দেশের জনপ্রিয় বেভারেজ ব্র্যান্ড স্পিড নিয়ে এলো “বাংলা লিখি বাংলায়” প্রতিযোগিতা।

আসন্ন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে এবং বাংলা ভাষার বিকৃতি নিয়ে তরুণ প্রজন্ম তথা মানুষকে সচেতন করতে এই প্রতিযোগিতার আয়োজন করেছে স্পিড।

সম্পূর্ণ প্রতিযোগিতাটি হবে একটি সাইটের মাধ্যমে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী তার ফেসবুক প্রোফাইলের মাধ্যমে লগ-ইন করে ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন।

ওয়েবসাইটে প্রবেশ করা মাত্রই প্রতিযোগীর মোবাইল নম্বর এবং ইমেইল অ্যাড্রেস চেয়ে অনুমতি নেয়া হবে। এই সকল ধাপ পেরোনোর পর প্রতিযোগী একটি ড্যাশবোর্ড দেখতে পাবেন যেখানে কিছু বাংলা লেখা থাকবে।

প্রতিযোগীকে সেই লেখাটি পুনরায় লিখতে হবে নিচের বক্সে। উপরে একটি সময় পরিমাপক দেখা যাবে, যেখানে প্রতিযোগী নিজেই, তিনি কত সময় নিয়েছেন তা দেখতে পাবেন। দ্রুত সময়ে সফলভাবে লেখা শেষ হলে প্রতিযোগীকে সেরার তালিকা দেখানো হবে যেখানে তিনি দ্রুত সময়ে লেখা শেষ করেছে এমন শীর্ষ ৩ জন এবং সারাদিনের সেরা ১০ জনের নাম দেখতে পাবেন।

প্রতিদিন সেরা ১০ জন প্রতিযোগী পাবেন ১ কেস করে স্পিড ক্যান এবং প্রতিযোগিতা শেষে সেরা ৩ জন পাবেন ৩টি আকর্ষণীয় স্মার্টফোন।

বিস্তারিত জানতে স্পিড এর ফেসবুক পেইজে প্রবেশ করুন।

-এসএম

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily