অনলাইনঃ
পটুয়াখালীতে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় নকল দেওয়ার অপরাধে পুলিশের এক এএসআইকে এক মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা শুক্রবার তাকে এই দণ্ড দেন।

সাজাপ্রাপ্ত মাহবুবুর রহমান পুলিশ সুপার কার্যালয়ে কর্মরত ছিলেন।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. নূরুল হাফিজ বলেন, প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা চলাকালে জেলা শহরের রশিদ কিশলয় বিদ্যায়তন কেন্দ্রে পরীক্ষার্থী স্ত্রীকে নকল সরবরাহের চেষ্টা করেন এএসআই মাহবুবুর রহমান।

‌‘সে সময় ওই কেন্দ্রের দায়িত্বে ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা। তিনি তাকে হাতেনাতে ধরে ফেলেন। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে নকল সরবরাহের অপরাধে এক মাসের দণ্ড দেয়।’

জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন ঘটনাস্থলে ছিলেন।

-ডিকে

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily