সারাদেশঃ
বির্পযস্ত আবহাওয়ায় বঙ্গোপসাগরের কক্সবাজার উপকূল উত্তাল হয়ে পড়েছে। জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে কয়েক ফুট বেড়ে উপকূলে আছড়ে পড়ছে।

এ কারণে রোববার বিকেল থেকে ট্রলারসহ কোন নৌযান প্রবালদ্বীপ থেকে ছাড়তে পারেনি। ফলে বঙ্গোপসাগরের মধ্যে অবস্থিত প্রবালদ্বীপ সেন্টমার্টিনে আটকা পড়েছেন শতাধিক পর্যটক।

সেন্টমার্টিন দ্বীপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুর আহমেদ গণমাধ্যমকে বলেন, ‘আটকে পড়া পর্যটকরা নিরাপদে রয়েছে। মূলত বৈরী আবহাওয়া শুরু হলে বিকেল থেকে দ্বীপ থেকে কোন ট্রলার ছাড়তে পারেনি।

ফলে দ্বীপে বেড়াতে আসা প্রায় কয়েকশ পর্যটক আটকা পরেছে। তাদের প্রতিনিয়ত খোঁজ খবর রাখছি এবং বিষয়টি স্থানীয় প্রশাসনকে অবহিত করা হয়েছে।’

দ্বীপের বাসিন্দা মো. জয়নাল জানান, ‘দ্বীপে কয়েকশ পর্যটক আটকা পরেছে। তবে পর্যটকরা নিরাপদে আছেন। তাদের অনেকে আর্থিক সংকটে পড়েছেন।’

এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ পারভেজ চৌধুরী জানান, ‘বৈরী আবহাওয়ার কারণে সেন্টমার্টনে ভ্রমণে এসে কয়েকশ পর্যটক ফিরতে পারেনি।

অবস্থা স্বাভাবিক হলে তারা ফিরে যাবেন। তাদের যাতে অসুবিধা না হয় সেজন্য সেখানকার জনপ্রতিনিধিসহ সবাই খোঁজ রাখছেন।’

-ডিকে

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily