অনলাইন রিপোর্টঃ

দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা হয়েছে। সোমবার বিকেলে বাংলাদেশ ন্যাশনালিস্ট অ্যালায়েন্সের (বিএনএ) চেয়ারম্যান ও সাবেক যোগাযোগমন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলার বিষয়টি নিশ্চিত করে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বলেন, দুর্নীতি দমন কমিশনের (দুদক) তদন্ত ও আইনের সঙ্গে সংগতিপূর্ণ হওয়ায় মামলাটি দুর্নীতি দমন কমিশনে পাঠিয়ে দেওয়া হয়েছে।

সম্প্রতি এস কে সিনহার বই প্রকাশের পর তুমুল আলোচনার শুরু হয়েছে। আর এর মধ্যেই সিনহার ভাই অনন্ত কুমার সিনহার বিরুদ্ধে অর্থ পাচারের মাধ্যমে যুক্তরাষ্ট্রে বাড়ি কেনার একটি অভিযোগ আনেন দুদক। অবশ্য বিষয়টি নিয়ে সোমবার সকালেই অনুসন্ধান শুরু করেন দুদক। তবে, এখনো এ বিষয়ে দুদকের কোন মন্তব্য পাওয়া যায়নি।

 

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily