আইন আদালতঃ
পুলিশের গুলিতে সেনাবাহিনীর সাবেক মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার গুরুত্বপূর্ণ সাক্ষী তার সহযোগী শিক্ষার্থী রিফাতুল ইসলাম সিফাতের জামিন মঞ্জুর করেছেন আদালত। আজ ১০ আগস্ট, সোমবার বেলা ১১টার দিকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের (টেকনাফ) বিচারক তামান্না ফারাহ সিফাতের জামিন মঞ্জুর করেন।

পাশাপাশি মামলার (মাদক ও হত্যা) তদন্তভার র‌্যাবের কাছে হস্তান্তর করার জন্য আদালত নির্দেশ দিয়েছেন বলে নিশ্চিত করেছেন সিফাতের আইনজীবী মাহবুবুল আলম টিপু।

এর আগে একই মামলার গুরুত্বপূর্ণ সাক্ষী তার সহকর্মী শিপ্রা দেবনাথের জামিন গতকাল ৯ আগস্ট, রবিবার মঞ্জুর করেন টেকনাফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। এরা দুজনেই স্টামফোর্ড ইউনিভার্সিটির শিক্ষার্থী।

উল্লেখ্য, গত ৩১ জুলাই রাত সাড়ে ১০টার দিকে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে কর্তব্যরত পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। পুলিশ আত্মরক্ষার্থে তাকে গুলি করার দাবি করলেও একে সরাসরি হত্যাকাণ্ড বলে দাবি করছেন সিনহার স্বজনরা।

স্বেচ্ছায় সেনাবাহিনী থেকে অবসর নেয়ার পর বিশ্ব ভ্রমণের পরিকল্পনা করছিলেন মেজর সিনহা রাশেদ। ভ্রমণবিষয়ক একটি ইউটিউব চ্যানেল তৈরির কাজ করছিলেন তিনি। পরিবার জানায়, এরই অংশ হিসেবে কক্সবাজারে ভিডিও তৈরির কাজে গিয়েছিলেন সিনহা।

-বিকে

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily