অনলাইনঃ
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) উপ-নির্বাচনে জাতীয় পার্টির মনোনীত মেয়র প্রার্থী জনপ্রিয় ব্যান্ড তারকা শাফিন আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

এর আগে ঋণ খেলাপি দেখিয়ে তার মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা মো. আবুল কাসেম।

পরবর্তী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে নির্বাচনি ট্রাইব্যুনালে আপিল করলে শাফিন। বুধবার শুনানী শেষে মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।

আপিলে শাফিনের প্রার্থিতা ফিরে পাওয়ার বিষয়টি সাংবাদিকদের জানান রিটার্নিং কর্মকর্তা আবুল কাসেম।

তফসিল অনুযায়ী মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ৯ ফেব্রুয়ারি, প্রতীক বরাদ্দ ১০ ফেব্রুয়ারি এবং ভোটগ্রহণ করা হবে ২৮ ফেব্রুয়ারি।

-কেকে

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily