করোনা সংবাদঃ
কোভিড-১৯ বা নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সারি দীর্ঘ হয়ে চলেছে।
বিশ্বজুড়ে প্রায় ১ লাখ ২৬ হাজারের বেশি মানুষের প্রাণ কেড়েছে ভাইরাসটি। আর এখন পর্যন্ত প্রায় ২০ লাখ মানুষ এতে আক্রান্ত হয়েছেন। মৃতের হিসেবে সবার উপরে আছে ভাইরাসটির সংক্রমণের নতুন কেন্দ্র মার্কিন যুক্তরাষ্ট্র।
একই সাথে আক্রান্তের হিসেবেও তারাই রয়েছে শীর্ষে।
ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, এ মুহূর্তে (১৫ এপ্রিল, সকাল সাড়ে ৮টা) পৃথিবীতে মোট ১৯ লাখ ৯৮ হাজার ১১১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে ১ লাখ ২৬ হাজার ৬০৪ জন মৃত্যুবরণ করেছেন। আর সুস্থ হয়ে উঠেছেন ৪ লাখ ৭৮ হাজার ৬৫৯ জন।
এখনো হাসপাতালে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ১৩ লাখ ৯২ হাজার ৮৪৮ জন। যাদের ৫১ হাজার ৬০৮ জনের অবস্থা গুরুতর।
মার্কিন যুক্তরাষ্ট্রে নতুন করে ১৫শ’র বেশি মানুষের মৃত্যু হওয়ায় এখন সেখানে মৃতের মোট সংখ্যা ২৬ হাজার ৪৭ জনে দাঁড়িয়েছে। সেখানে আক্রান্তের সংখ্যা ৬ লাখ ছাড়িয়েছে। দেশটিতে এ সংখ্যা এখন ৬ লাখ ১৩ হাজার ৮৮৬ জন। এদের মধ্যে মোট ৩৮ হাজার ৮২০ জন সুস্থ হয়েছেনঅ
মৃতের হিসেবে দ্বিতীয় অবস্থানে থাকা ইতালিতে এখন মোট মৃতের সংখ্যা ২১ হাজার ৬৭ জন। দেশটিতে আক্রান্তের মোট সংখ্যা বেড়ে ১ লাখ ৬২ হাজার ৪৮৮ জনে দাঁড়িয়েছে। যাদের ৩৭ হাজার ১৩০ জন সুস্থ হয়ে উঠেছেন।
স্পেনে দ্বিতীয় সর্বোচ্চ ১ লাখ ৭৪ হাজার ৬০ জন মানুষ করোনায় আক্রান্ত। সেখানে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ১৮ হাজার ২৫৫ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন ৬৭ হাজার ৫০৪ জন।
ফ্রান্সে মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৪৩ হাজার ৩০৩ জন। আর মৃতের মোট সংখ্যা ১৫ হাজার ৭২৯ জন। এখানে মোট ২৮ হাজার ৮০৫ জন সুস্থ হয়ে উঠেছেন।
যুক্তরাজ্যে মোট মৃতের সংখ্যা বেড়ে ১২ হাজার ১০৭ জনে দাঁড়িয়েছে। সেখানে আক্রান্তের সংখ্যা ৯৩ হাজার ৮৭৩ জন। দেশটি সুস্থ হয়ে বাড়ি ফেরা রোগীদের সম্পর্কে তথ্য দেয়নি।
এছাড়া ইরানে ৪ হাজার ৬৮৩ জন, বেলজিয়ামে ৪ হাজার ১৫৭ জন, চীনে ৩ হাজার ৩৪২ জন, জার্মানিতে ৩ হাজার ৪৯৫ জন, নেদারল্যান্ডসে ২ হাজার ৯৪৫ জন, ব্রাজিলে ১ হাজার ৫৩২ জন, তুরস্কে ১ হাজার ৪০৩ জন, সুইজারল্যান্ডে ১ হাজার ১৭৪ জন, সুইডেনে ১ হাজার ৩৩ জনের প্রাণ কেড়েছে ভাইরাসটি।
আর কানাডায় ৯০৩ জন, পর্তুগালে ৫৬৭ জন, ইন্দোনেশিয়ায় ৪৫৯ জন, অস্ট্রিয়ায় ৩৮৪ জন, আয়ারল্যান্ডে ৪০৬ জন, ভারতে ৩৯৩ জন, ইকুয়েডরে ৩৬৯ জন, ফিলিপাইন ৩৩৫, মেক্সিকোতে ৩৩২ জন, রোমানিয়ায় ৩৫১ জন, আলজেরিয়ায় ৩২৬ জন, ডেনমার্কে ২৯৯ জন, পোল্যান্ডে ২৬৩ জনের প্রাণ কেড়েছে ভাইরাসটি।
এদিকে বাংলাদেশে ৮ মার্চ প্রথম রোগী শনাক্ত হওয়ার পর সোমবার একদিনে ২০৯ জন আক্রান্ত হওয়ায় রেকর্ড হয়েছে। এখন দেশে মোট আক্রান্তের সংখ্যা ১ হাজার ১২ জন। নতুন করে ৭ জনের মৃত্যু হওয়ায় মৃতের সংখ্যা বেড়ে ৪৪ জনে দাঁড়িয়েছে। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪২ জন।
গত ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান শহরে প্রথমবারের মতো করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর চীনের বিভিন্ন শহরসহ বিশ্বের বেশ কয়েকটি দেশে ভাইরাসটি দ্রুত ছড়িয়ে পড়তে থাকে। এর প্রেক্ষিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বৈশ্বিক জরুরি স্বাস্থ্য সতর্কতা জারি করে।
প্রতিনিয়ত এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের শরীরে প্রাথমিক লক্ষণ হিসেবে শ্বাসকষ্ট, জ্বর, সর্দি, কাশির মত সমস্যা দেখা দেয়।
-কেএম