সারাদেশেই ভারী বর্ষণের সম্ভাবনা

অনলাইনঃ
রাজধানীসহ সারাদেশেই মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আজ ২৬ অক্টোবর, শুক্রবার সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তারা। সাগরে সৃষ্ট লঘুচাপ উপকূলের দিকে অবস্থান করছে। যার প্রভাবে সারা দেশে হচ্ছে বর্ষণ।

আবহাওয়া অধিদপ্তর সূত্র জানায়, উপকূলীয় অন্ধ্র প্রদেশ-উড়িষ্যা ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপের কারণে সারা দেশেই বৃষ্টি হচ্ছে।

এ লঘুচাপের কারণে দেশের অনেক স্থানেই ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। লঘুচাপটির বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত বলে অধিদপ্তরের বরাতে জানিয়েছে বাসস।

শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, পরবর্তী ৭২ ঘণ্টার শেষের দিকে বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেতে পারে। আর আগামী বুধবার নাগাদ আবহাওয়া সামান্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।

আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ২৫ মিনিটে এবং সূর্যোদয় ভোর ৬টা ১মিনিটে।

-কেএম

FacebookTwitter