অনলাইনঃ
করোনায় আক্রান্ত সাবেক স্বাস্থ্যমন্ত্রী বিএনপির ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফ মৃত্যুবরণ করেছেন।
আজ ৯ ডিসেম্বর, বুধবার দুপুর সোয়া একটার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে (সাবেক অ্যাপোলো) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সংবাদমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান।
উল্লেখ্য, গত ২২ নভেম্বর চৌধুরী কামাল ইবনে ইউসুফের শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হয়। এরপর তাকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে সিসিইউতে ভর্তি করা হয়। সেখানেই আজ তিনি মারা যান।
-কেবি