সাকিবের ভারত সফর অনিশ্চিত

স্পোটর্সঃ

বাংলাদেশ ক্রিকেট অলরাউন্ডার সাকিব-আল-হাসানকে ১৮ মাসের জন্য নিষিদ্ধ করেতে পারে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

তার বিরুদ্ধে ম্যাচ ফিক্সিং না করলেও ফিক্সিং এর প্রস্তাব পাওয়ার বিষয়টি কর্তৃপক্ষকে না জানানোর অভিযোগ এনেছে আইসিসি।

প্রায় এক বছর যাবৎ সাকিব এই যন্ত্রনা চেপে আসছেন কিন্তু বলতে পারেন নি কাউকেই। দুই বছর আগে, এক জুয়াড়ি ম্যাচ ফিক্সিং এর প্রস্তাব দিলে তা প্রত্যাখান করেন সাকিব।

আইসিসির একটি তদন্তে দেখা গেছে এক সময় সেই জুয়াড়ির সাথে ভালো সম্পর্ক ছিল সাকিবের। এই কারণেই তিনি হয়ত নাম প্রকাশ করেন নি বলে আকসু’র ধারনা।

আইসিসির ধারা ২.২.৪ থেকে ২.২.৬- এ অংশে অভিযুক্ত করা হয়েছে সাকিবকে।

তিনি আকসুর কাছে স্বীকার করেছেন যে, তিনি না বুঝে ভুল করেছেন এবং তার উচিৎ হয়নি ব্যাপারটি সাথে সাথে না জানানো। সাজা তাকে পেতে হবে এবং সাজার মেয়াদ হতে পারে ১৮ মাস।

 অতীতে তার বিরুদ্ধে এমন অভিযোগের রেকর্ড নেই, এবং সাকিব আকসুর সাথে সহযোগিতা করায় সাজা কম হতে পারে বলে জানা গেছে। তবে, সাজা কমানোর আবেদন করবে না বিসিবি, সাকিবকেই আবেদন করতে হবে।

সাজা কমলেও এই ভারত সফরে যাওয়া হবে না এই অলরাউন্ডারের- গতকাল মিরপুরে কোচিং স্টাফদের সঙ্গে বসে এমনই ইঙ্গিত করেছেন নাজমুল হাসান পাপন এবং সাকিবকে ছাড়া তাই নতুন করে টিম প্ল্যান তৈরি করতে হচ্ছে রাসেল ডমিঙ্গোকে।

-কেএম

FacebookTwitter