অনলাইনঃ
সম্প্রতি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেল। কিন্ত ওই নির্বাচনে বিজয়ীরা শিগিগর দায়িত্ব নিতে পারছেন না নবনির্বাচিত দুই মেয়র।
আগামী মে মাসের মাঝামাঝি পর্যন্ত অপেক্ষায় থাকতে হচ্ছে নবনির্বাচিত আওয়ামী লীগের দুই মেয়রকে।
তবে এ সপ্তাহের মধ্যেই দুই নির্বাচিত মেয়র, সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলরের ফলাফলের গেজেট প্রকাশ ও শপথ হয়ে যেতে পারে বলে জানিয়েছেন দুই রিটার্নিং কর্মকর্তা।
ইসি কর্মকর্তারা জানিয়েছেন, নবনির্বাচিতদের নাম, ঠিকানাসহ ফলাফল গেজেট আকারে প্রকাশের ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রয়োজনীয় প্রস্তুতি সেরে ইসির অনুমোদনের জন্য চলতি সপ্তাহে পাঠানো হতে পারে। এরপর শপথ আয়োজনের বিষয়টি স্থানীয় সরকার বিভাগ দেখবে।
২০১৫ সালের ২৮ এপ্রিল ঢাকা উত্তরে ভোট হওয়ার পর ১৪ মে প্রথম সভা হয়। সে হিসাবে ২০২০ সালের ১৩ মে পর্যন্ত বহাল থাকবেন আগের নির্বাচিতরা। ঐ ভোটে মেয়র নির্বাচিত হয়েছিলেন আনিসুল হক। তার মৃত্যুতে গত বছর অনুষ্ঠিত উপনির্বাচনে আতিক মেয়র নির্বাচিত হয়ে ৯ মাস দায়িত্ব পালন করেন। নির্বাচনে মনোনয়ন দাখিলের আগে তিনি মেয়র পদ থেকে পদত্যাগ করেছিলেন।
-ডিকে