অনলাইনঃ
সর্বোচ্চ রেমিটেন্স আহরণের জন্য ‘গোল্ড রেমিট্যান্স অ্যাওয়ার্ড’ পেলো ইসলামী ব্যাংক। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ২০১৮ সালে সর্বোচ্চ বৈদেশিক রেমিট্যান্স আহরণের জন্য সেন্টার ফর এনআরবি কর্তৃক ‘গোল্ড রেমিট্যান্স অ্যাওয়ার্ড ২০১৯’ লাভ করেছে।

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, এমপির নিকট থেকে ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর হাসনে আলম ২ মার্চ ২০১৯, শনিবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সেন্টার ফর এনআরবি আয়োজিত এক অনুষ্ঠানে এ পুরষ্কার গ্রহণ করেন।

এ সময় সেন্টার ফর এনআরবি’র চেয়ারম্যান এম এস সেকিল চৌধুরী, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান কাজী এম আমিনুল ইসলাম ও এফবিসিসিআই সভাপতি মো. সফিউল ইসলাম মহিউদ্দিন উপস্থিত ছিলেন।
-এসএম

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily