অনলাইনঃ
পরিবর্তিত বৈশ্বিক পরিস্থিতির সাথে খাপ খাইয়ে সরকার জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
আজ শুক্রবার রাজধানীর পেট্রোবাংলা মিলনায়তনে জ্বালানি নিরাপত্তা নিয়ে আয়োজিত সেমিনারে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের প্রধান চ্যালেঞ্জ হলো সাশ্রয়ী মূল্যে নিরবচ্ছিন্ন জ্বালানি নিশ্চিত করা। এ জন্য দেশে গ্যাস অনুসন্ধান ও বিদেশ থেকে গ্যাস আমদানি উভয়ে জোর দেওয়া হচ্ছে।’
জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবস উপলক্ষে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এ সেমিনারের আয়োজন করে। ১৯৭৫ সালের এ দিনে (৯ আগস্ট) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাঁচটি গ্যাস ক্ষেত্র বিদেশি কোম্পানি শেলের কাছ থেকে কিনে নিয়েছিলেন।
জ্বালানি সচিব আবু হেনা মোহাম্মদ রহমাতুল মুনিমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শহীদুজ্জামান সরকার, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের চেয়ারম্যান শামসুর রহমান এবং পেট্রোবাংলার চেয়ারম্যান মোহাম্মদ রুহুল আমিন।
পেট্রোবাংলার মহাব্যবস্থাপক শাহনেওয়াজ পারভেজ সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। আলোচক হিসেবে ছিলেন মোল্লা আমজাদ হোসেন ও স্রেডার সদস্য সিদ্দিক জোবায়ের।
বুয়েটের অধ্যাপক মাহবুবুর রহমান এবং জ্বালানি খাতে কর্মরত সাংবাদিকদের সংগঠন এফইআরবির সভাপতি অরুণ কর্মকার সেমিনারের দ্বিতীয় অধিবেশনে বক্তব্য দেন।
নসরুল হামিদ বলেন, ‘সরকার জ্বালানি খাতের চ্যালেঞ্জ সফলতার সাথে মোকাবিলা করেছে।’ তাঁর মতে, জ্বালানি খাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার ও মানবসম্পদের উন্নয়ন জাতীয় জ্বালানি নিরাপত্তাকে আরও বাড়িয়ে তুলবে।
-কেএম