সব পোশাক কারখানা বন্ধ রাখার আহ্বান বিজিএমই’র

সব পোশাক কারখানা বন্ধ রাখার আহ্বান বিজিএমই'র
সব পোশাক কারখানা বন্ধ রাখার আহ্বান বিজিএমই'র

ব্যবসা-বাণিজ্যঃ

দেশের সব পোশাক কারখানা আপাতত বন্ধ রাখার আহ্বান জানিয়েছে পোশাক রপ্তানিকারকদের সংগঠন (বিজিএমই)।

২৬ মার্চ, বৃহস্পতিবার পোশাক মালিকদের প্রতি আহ্বান জানায় সংগঠনটি। তবে, কোন মালিক চাইলে শ্রমিকদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করে কারখানা চালু রাখতে পারবেন। এ ক্ষেত্রে শ্রমিকদের সব দায়িত্ব মালিককে নিতে হবে।

এর আগের দিন আরেক সংগঠন বিকেএমইএও একইভাবে অনুরোধ জানিয়ে চিঠি পাঠায়। অনুরোধে সাড়া দিয়ে কারখানার মালিকরা ছুটি ঘোষণা করেছেন। এর ফলে দেশের সব পোশাক কারখানা আপাতত বন্ধ থাকবে। তবে মাস্ক এবং পিপিপি তৈরির কাজ করছে এরকম কারখানাগুলো খোলা থাকবে।

কারখানা কত দিনের জন্য ছুটি থাকবে তার দিক নির্দেশনা সংগঠনগুলোর কাছ থেকে পাওয়া যায়নি।

এর আগে গত শনিবার (২১ মার্চ), করোনা ভাইরাসের সংক্রমণ থেকে পোশাক শ্রমিকদের রক্ষা করতে পোশাক কারখানা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করার দাবি জানিয়েছে বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতি। একই সঙ্গে শ্রমিকদের বেতনসহ ছুটি দিতে সরকার ও পোশাক শিল্পমালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন সংগঠনটির নেতারা।

উল্লেখ্য, এখন পর্যন্ত দেশে করোনাভাইরাসে আক্রান্ত ৪৪ জন রোগীকে শনাক্ত করা হয়েছে। এর মধ্যে ১১ জন সুস্থ হয়ে গেছেন। মারা গেছেন ৫ জন।

গত ২৪ ঘণ্টায় আরো ১২৬ জনের নমুনা সংগ্রহ করেছে আইইডিসিআর। এখন পর্যন্ত নমুনা সংগ্রহ করা হয়েছে ৩ হাজার ৩২১টি। পরীক্ষা করা হয়েছে ৯২০ জনের।

-ডিকে

FacebookTwitter