আইন আদালত:
দেশের সব আদালতের এজলাসে আগামী দুই মাসের মধ্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সংরক্ষণ ও টাঙ্গানোর নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট।
একই সঙ্গে রুল জারি করে আইন মন্ত্রণালয় ও গণপূর্ত বিভাগের সচিব, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল এবং হাইকোর্টের রেজিস্ট্রারের কাছে উচ্চ আদালত জানতে চেয়েছেন, কেনো বঙ্গবন্ধুর ছবি সংরক্ষণ ও টাঙ্গানোর ক্ষেত্রে তাদের নিষ্ক্রিয়তাকে অবৈধ বলা হবে না।
আগামী চার সপ্তাহের মধ্যে সংশ্লিষ্টদের এর উত্তর দিতে বলা হয়েছে।
সুপ্রিম কোর্টের আইনজীবী সুবীর নন্দী দাশের রিট আবেদনের প্রেক্ষিতে আজ (২৯ আগস্ট) বিচারপতি এফআরএম নাজমুল আহসান এবং বিচারপতি কেএম কামরুল কাদেরের বেঞ্চ এই নির্দেশনা দেন।
-বাসস