ব্যবসা-বাণিজ্যঃ

আপনার বাসস্থান এবং কর্মস্থলে আধুনিকতার ছোঁয়া আনতে চান? এখনই উপযুক্ত সময় আপনার বাসস্থান এবং অফিস নতুন রূপে সাজানোর।

সাধ্যের মধ্যে বাসস্থান ও অফিসের নতুন সাঁজ এখন আপনার হাতের আরও নাগালে।

মার্চ ২৪ থেকে পুরো মাস জুড়ে ২৫% পর্যন্ত ছাড়ে ফার্নিচার কেনার সুবর্ণ সুযোগ দিচ্ছে ইশো। এই বিশেষ মূল্যহ্রাসে বিক্রয়যোগ্য পণ্যগুলো নির্দিষ্ট রুমের জন্য নির্দিষ্ট দিনে বিক্রয়ের লক্ষ্যে তালিকাভুক্ত করা হয়েছে।

২৪ থেকে ২৫ মার্চ ‘লিভিং রুম’, ২৬ থেকে ২৭ মার্চ ‘ডাইনিং রুম’, ২৮ থেকে ২৯ মার্চ ‘বেডরুম’ এবং সর্বশেষ ৩০ থেকে ৩১ মার্চ ‘অফিস ও স্টাডি রুম’-এর জন্য নির্দিষ্ট ফার্নিচার বিক্রয় করা হবে।

আরও পড়ুন:

ইশো লিমিটেড-এর হেড অব বিজনেস মো: ফিরোজ-আল-মামুন বলেন, “ফার্নিচারের আরামদায়কতা ও বৈচিত্র্যের গুরুত্বই আমাদের কাছে প্রথম বিবেচ্য বিষয় এবং তাও আবার পণ্যের স্টাইল নিয়ে কোন প্রকার আপোষ না করেই। আকর্ষণীয় এই মূল্যহ্রাসের ফলে বাসস্থান কিংবা অফিসের জন্য আমাদের পণ্যগুলো বিশেষ ছাড়ে কেনার সুযোগ পাবেন ক্রেতারা।”

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily