শোভনের সিনেট সদস্যপদ থেকে অব্যাহতি পত্র গৃহিত

রাজনীতিঃ
সদ্য অব্যাহতি পাওয়া বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সিনেটের সদস্য পদ থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেছেন।

সোমবার বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর অব্যাহতিপত্র দেন তিনি।

তার পক্ষে অব্যাহতিপত্র জমা দেন কেন্দ্রীয় ছাত্রলীগের দপ্তর সম্পাদক আহসান হাবিব, ডাকসুর সদস্য রফিকুল ইসলাম এবং ছাত্রলীগ নেতা ফেরদৌস আল মাহমুদ পলাশ।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান বলেন, শোভনের অব্যাহতিপত্র পেয়েছি। সংশ্লিষ্ট সভায় বিধিমোতাবেক সিদ্ধান্ত নেওয়া হবে।

ঢাবির বার্ষিক সিনেট অধিবেশন অনুষ্ঠিত হয় গত ২৬ জুন। এতে পাঁচজন ছাত্র প্রতিনিধির মধ্যে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও ঢাবি শাখা ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস সিনেট সদস্য হিসেবে মনোনীত হন।

বাকি তিনজন হলেন-ডাকসুর ভিপি নুরুল হক নুর, জিএস গোলাম রাব্বানী এবং সদস্য তিলোত্তমা শিকদার।

-কেএম

FacebookTwitter