শেখ মুজিবুর রহমানের খুনিদের প্রতীকী ফাঁসি কার্যকর

অনলাইনঃ
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনিদের প্রতীকী ফাঁসি কার্যকর করা হয়েছে৷

মঙ্গলবার সন্ধ্যা ৭টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি)-তে ডাকসু এই কর্মসূচির আয়োজন করে৷

ফাঁসির মঞ্চ তৈরি করে ছয়জন পলাতক আসামিকে দীর্ঘক্ষণ ঝুলিয়ে রাখা হয়৷পরে সন্ধ্যার পরে খন্দকার আবদুর রশিদ, শরিফুল হক ডালিম, এস এইচ এম বি নুর চৌধুরী, এ এম রাশেদ চৌধুরী, আবদুল মাজেদ ও মোসলেম উদ্দিনকে প্রতীকী ফাঁসিতে ঝুলানো হয়৷ এসময় ফাঁসির মঞ্চে ছিলেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুর রহমান, বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন, সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন এবং ডাকসুর স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধ বিষয় সম্পাদক সাদ বিন কাদের চৌধুরী৷

এর আগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷এতে প্রধান অতিথির বক্তব্যে আব্দুর রহমান বলেন,’ বঙ্গবন্ধুর খুনের নেপথ্যে ছিলো জিয়াউর রহমান৷ আমরা এই বাংলার মাটিতে জিয়াউর রহমানের মরনোত্তর বিচার চাই৷ আর ইমডেমনিটি অ্যাক্টের কারণে বঙ্গবন্ধু খুনিদের বিচার কার্যকর করা যায়নি৷

-কেএম

FacebookTwitter