সারাদেশঃ
১১ সেপ্টেম্বর ২০২২ ভোর বেলা থেকে লাইনের প্রথমে দাঁড়িয়েও টিকেট পেলেন না একজন প্রাক্তন বয়স্ক শিক্ষক।

লাইনের প্রথমে থাকা অবস্থায় স্বাভাবিকভাবেই তাঁর প্রত্যাশিত ২টি টিকেট পাওয়ার কথা। কিন্ত উনাকে কাউন্টার থেকে কোন টিকেট না দিয়ে সব টিকেট দিয়ে দেওয়া হয়েছে রানীনগর উপজেলার এসি ল্যান্ডকে।

এই আক্ষেপ চেপে রাখতে না পেরে ওই শিক্ষক নিজ হাতে তা লিখে প্রতিবাদ জানিয়েছেন। তিনি তাঁর প্রতিবাদ লিপিতে জানিয়েছেন, সান্তাহার রেলওয়ে টিকেট কাউন্টার: দাঁড়িয়েছি সকাল ৬.২২ টায় ১নং কাউন্টারে আমি প্রথম ব্যাক্তি। আশা ছিলা ২টা টিকেট পাব, এসি স্নিগ্ধা।

তারিখ ১৫/০৯/২০২২, ট্রেন কুড়িগ্রাম। ৮ টায় কাউন্টার খোলা হলো। টিকিট যিনি দিচ্ছেন উনি একজন মহিলা। বললাম ‘মা’ আমাকে এসি ২টা টিকেট দেন। উনার উপরের বস একজন যিনি টিকেট কাউন্টারের হেড ।

তাঁর নির্দেশ মোতাবেক আমাকে টিকেট না দিয়ে বসের জন্য এসি স্নিগ্ধার সব টিকেট তাঁর বসকে দিয়ে দিলেন। আমি কয়েকবার তাঁদের কাছে অনুরোধ করেও ব্যার্থ হয়েছি। আমার বয়স ৬৫ বছর পেরিয়েছে। আমি একজন অবসরপ্রাপ্ত শিক্ষক।

বসের কথা, রানীনগরের এসি ল্যান্ড স্যারের সব টিকেট লাগবে। তাই তিনি আমাকে ২টা টিকেট (এসি স্নিগ্ধা) দিতে পারবেন না। আমি অনেক দুঃখ পেয়েছি। কষ্ট পেয়েছি। বুঝাতে পারছি না নিজের মনকে। কাউন্টার থেকে বেরিয়ে বাসায় আসলাম।

মো: মোবারক আলী শেখ
অবসর প্রাপ্ত শিক্ষক
নওগাঁ কেডি সরকারী উচ্চ বিদ্যালয়।

শিক্ষক মোবারক আলীর মোবাইলে ফোন করা হলে তিনি এই আক্ষেপের কথা স্বীকার করেন এবং আবেগ আপ্লুত হয়ে পড়েন।

-শিশির

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily