শিক্ষক নিয়োগের ৪০ পরীক্ষার্থী নিয়ে ট্রলার ডুুবি

অনলাইনঃ
মুন্সীগঞ্জের চর কিশোরগঞ্জের বালুঘাটের কাছে মেঘনা নদীতে ৪০ যাত্রী নিয়ে একটি ট্রলার ডুবে গেছে।

শুক্রবার সকাল সাড়ে ৮টায় ট্রলার ডুবে যায়। এসময় ট্রলারটিতে বেশিরভাগই প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার্থী ছিলেন।

তবে ঘটনায় এখনো কোনো নিখোঁজের খবর পাওয়া যায়নি। ধারনা করা হচ্ছে সবাই নিরাপদে তীরে উঠতে পেরেছেন।

কোস্টগার্ডের পেটি অফিসার মাসুদুল হাসান জানান, আরেকটি নৌযানের ধাক্কায় ট্রলারটি ডুবে য়ায়। তবে কেউ নিখোঁজের খবর এখনো পাওয়া যায়নি। ট্রলারটি উদ্ধার করা যায়নি।

মুন্সীগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসার ফারুক আহম্মেদ জানান, ট্রলার আরোহী একজন বৃদ্ধ আহত হয়েছেন। তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া ট্রলারটির আরোহী কয়েকজন ভেজা শরীর নিয়েই মুন্সীগঞ্জ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশ নিচ্ছেন।

আরও পড়ুনঃ

শিশু ও বয়স্কদের জন্য স্বাস্থ্যসেবা ফ্রি

পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম পিপিএম জানান, ঘটনাস্থলটি নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার অন্তর্গত। ট্রলারটির মালিকের তথ্য নেয়ার চেষ্টা চলছে। ঘটনাস্থলে নৌ পুলিশ কাজ করছে।
-ডিকে

FacebookTwitter