আন্তর্জাতিকঃ
করোনা মোকাবিলায় ত্রাণকর্তা হিসেবে মানুষের পাশে দাঁড়ানোয় শাহরুখ খানের ধারে পাশে কেউ নেই। ভারত সরকারকে বিপুল পরিমাণ সহযোগিতা করেছেন শাহরুখ।

আবারও সহযোগিতার হাত বাড়ালেন এই সুপারস্টার।

কিছুদিন আগে মাইক্রোব্লগিং সাইটে বলা হয়েছিল, শাহরুখের এনজিও মীর ফাউন্ডেশন স্বাস্থ্যকর্মীদের জন্যে ৫০ হাজার পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই) সরবরাহের বিষয়ে মহারাষ্ট্র ও পশ্চিম বঙ্গ সরকারের সঙ্গে কাজ করবে।

এরই মধ্যে ভারতের মহারাষ্ট্র রাজ্যে করোনা মোকাবিলায় সামনের সারিতে থাকা মেডিক্যাল স্টাফদের জন্যে ২৫ হাজার পিপিই দিলেন শাহরুখ।

রাজ্যের জনস্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী রাজেশ তোপে শাহরুখ খানকে ধন্যবাদ জানিয়ে টুইটারে বলেন, জনপ্রিয় এই অভিনেতার দেয়া এসব পিপিই স্বাস্থ্যকর্মীদের ব্যাপকভাবে সাহায্য করবে।

জবাবে শাহরুখ খান মাইক্রোব্লগিং সাইটে জানান, মহামারি কোভিড-19 মোকাবিলায় প্রত্যেকেই ঐক্যবদ্ধ আছেন।

-কেএম

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily