শনিবারের সমাবেশ থেকেই মোদী সরকারের মৃত্যুঘন্টা

আন্তর্জাতিকঃ
শনিবারের মহাসমাবেশে যোগ দিতে কলকাতায় আসতে শুরু করেছেন সারা ভারতের বিজেপি বিরোধী রাজনৈতিক নেতারা।

এই সমাবেশ থেকেই মোদী সরকারের মৃত্যুঘন্টা বাজানো হবে বলে সমাবেশের আহ্বায়ক তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন।

তিনি আরো বলেছেন, আগামী নির্বাচনে আঞ্চলিক দলগুলোই হবে নির্ণায়ক শক্তি।

শনিবারের সমাবেশ থেকে ঐক্যবদ্ধ ভারতের বার্তাও যে দেয়া হবে সেই আশা প্রকাশ করে মমতা বন্দ্যোপাধ্যায়কে পাঠানো এক বার্তায় কাংগ্রেস সভাপতি রাহুল গান্ধী বলেছেন, ঐক্যবদ্ধ ভারতের লক্ষ্যে মমতাদির ব্রিগেড সমাবেশে আমার পূর্ণ সমর্থন রয়েছে এবং এই সভা থেকেই ঐক্যবদ্ধ ভারতের বার্তা পৌঁছে দেয়া যাবে বলেই আমার আশা।

পাশাপাশি তিনি জানিয়েছেন, সারাদেশের সমস্ত বিরোধী শক্তি আজ ঐক্যবদ্ধ। সত্যিকারের জাতীয়তাবোধ এবং উন্নয়ন আসতে পারে গণতন্ত্র, সামাজিক উন্নয়ন এবং ধর্মনিরপেক্ষতার স্তম্ভের উপর দাঁড়িয়েই। এই ধারণাগুলোই ধ্বংস করতে চাইছে বিজেপি এবং মিস্টার মোদী।

রাহূল গান্ধী এই সমাবেশে উপস্থিত না থাকলেও কংগ্রেসের লোকসভার দলনেতা মল্লিকার্জুন খাড়গে সমাবেশে উপস্থিত থাকছেন।

-ডিকে

FacebookTwitter