স্পোর্টস, ফুটবলঃ
খেলার মাঠে লিলের বিপক্ষে ০-১ গোলে হেরে লিগ ওয়ানের শীর্ষস্থান হাতছাড়া করার দিনে নতুন আরেক বিতর্কে জড়িয়েছেন পিএসজি তারকা নেইমার।

শনিবার ফরাসি লিগের এই ম্যাচে একমাত্র গোলটি করেছেন লিলের ২০ বছর বয়সি ফরওয়ার্ড জোনাথান ডেভিড।

প্রথমার্ধের ২০তম মিনিটে জয়সূচক গোলটি পাওয়ার পর থেকেই কিছুটা বিশৃঙ্খল ফুটবল খেলতে শুরু করে লিল। জবাবে স্বাভাবিক ফুটবল খেলতে না পারা এমবাপে-নেইমাররা নিজেরাও কিছুটা মেরে খেলতে শুরু করে করে।

ফলে ম্যাচের শেষদিকে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন ইনজুরি কাটিয়ে প্রথম বারের মতো একাদশে জায়গা পাওয়া নেইমার।

লিগে গত ১৪ ম্যাচে এ নিয়ে তৃতীয় বারের মতো লাল কার্ড দেখলেন নেইমার।

যোগ করা সময়ে নেইমারের সঙ্গে লাল কার্ড দেখে মাঠ ছাড়ছিলেন তাকে ফাউল করা লিল ফুলব্যাক তিয়াগো জালোও। মাঠ থেকে বের হওয়ার সময় এই জালোর সঙ্গেই বচসায় জড়িয়ে পড়েন নেইমার।

স্টেডিয়ামের টানেলে যাওয়ার পর সেই বচসা প্রায় হাতাহাতিতে রূপ নেয়। তখন দুই দলের কর্মকর্তারা এই দুই জনকে ধরে নিজ নিজ ড্রেসিং রুমে নিয়ে গেলে পরিস্থিতি আরো গুরুতর রূপ নেয়নি।

-কেএম

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily