নিজস্ব প্রতিবেদকঃ
আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হয়েছে ৫৫তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।
লাখো মুসুল্লির অংশগ্রহণে আজ ১২ জানুয়ারি, রবিবার বেলা ১১টা ১০ মিনিটে শুরু হওয়া মোনাজাত শেষ হয় ১১টা ৪৫ মিনিটে।
মোনাজাতে বিশ্ব মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন সমবেত লাখো মুসুল্লি। তারা মহান আল্লাহ’র দরবারে দুই হাত তুলে কেঁদে কেঁদে ক্ষমা প্রার্থনা করেন।
মোনাজাতের দোয়া পরিচালনা করছেন বাংলাদেশের তাবলিগের প্রধান মারকাজ কাকরাইল জামে মসজিদের খতিব ও তাবলীগ জামাতের কেন্দ্রীয় শূরা সদস্য হাফেজ মাওলানা মোহাম্মদ জোবায়ের। এর আগে বিশেষ বয়ান করেন ভারতের মাওলানা ইবরাহিম দেওলা।
আখেরি মোনাজাত উপলক্ষে আজ ভোর থেকে বন্ধ করে দেয়া হয় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিমানবন্দর থেকে জয়দেবপুর চৌরাস্তা, গাজীপুরের মীরের বাজার থেকে টঙ্গী ও আবদুল্লাহপুর-আশুলিয়া সড়কের, আবদুল্লাহপুর থেকে বাইপাস যান চলাচল। মোনাজাত উপলক্ষে ১৬টি বিশেষ ট্রেন সার্ভিসের ব্যবস্থা করা হয়।
মোনাজাতের সময় ইজতেমা ময়দানে তিল ধারণের ঠাঁই ছিল না। সড়ক ও আশপাশের এলাকার মাঠ জনসমুদ্রে পরিণত হয়।
ইজতেমা ময়দানে গত কয়েকদিন ধরেই অবস্থান করছিলেন কয়েক লাখ মুসল্লি। আজকের আখেরি মোনাজাতে অংশ নিতে ভোর থেকে ময়দানমুখী মুসল্লিদের স্রোত দেখা গেছে। ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জসহ দেশের বিভিন্ন জেলা থেকে হাজার হাজারো মুসল্লির ঢল নামে তুরাগতীরের ইজতেমাস্থল অভিমুখে।
এর আগে গত ৯ জানুয়ারি, বৃহস্পতিবার মাগরিবের নামাজের পর ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা’র আম বয়ানের মধ্যদিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয় ইজতেমা। এর পরদিন শুক্রবার ফজরের নামাজের পর আম বয়ান করেন পাকিস্তানের মাওলানা ওবায়দুল্লাহ খুরশিদ। তার বয়ান বাংলায় অনুবাদ করে শোনান বাংলাদেশি মাওলানা আব্দুল মতিন।
এরপর গতকাল শনিবার বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিন বয়ান-মোজাকেরা, তালিম-তাশকিল, নামাজ-রোনাজারি ও তাসবিহ-তাহলিলে কেটেছে সমবেত মুসুল্লিদের।
এবার তীব্র ঠাণ্ডার মধ্যেই ইজতেমায় যোগ দিয়েছেন মুসল্লিরা। এতে তাদের চরম দুর্ভোগ পোহাতে হয়। ঠাণ্ডাজনিত রোগে অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন। এদের মধ্যে বার্ধক্য ও অসুস্থতাজনিত কারণে শুক্রবার রাত থেকে শনিবার বিকাল পর্যন্ত আরো পাঁচ মুসল্লি মৃত্যুবরণ করেন। এ নিয়ে ময়দানে ৯ জন মুসল্লি মৃত্যুবরণ করেন।
এদিকে রেওয়াজ অনুযায়ী ইজতেমার দ্বিতীয় দিনে যৌতুকবিহীন বিয়ে অনুষ্ঠিত হয়। মাঝে কয়েক বছর বন্ধ থাকার পর গতকাল শনিবার আবারো ইজতেমা ময়দানে পুরনো এ ঐতিহ্য ফিরে আসে। এদিন বয়ানমঞ্চে ১০০ জোড়া যৌতুকবিহীন বিয়ে সম্পন্ন হয়। এসব বিয়ে পড়ান মাওলানা জোহায়েরুল হাসান।
-কেএম