খেলার খবরঃ

গুঞ্জন সত্যি হয়েছে, ক্লাবহীন রোনালদো এখন মাতাবেন সৌদি আরবের লিগ।

সৌদি আরবের ক্লাব আল নাসেরের সঙ্গে চুক্তিবদ্ধ হলেন পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো।

বিশ্বকাপের মাঝামাঝিতে শৈশবের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে চুক্তি বাতিল হয় রোনালদোর।

এরপরই গুঞ্জন উঠেছিল রেকর্ড মূল্যে রোনালদোকে কিনতে প্রস্তুত সৌদি আরবের ক্লাব আল নাসর। সেই সময় গুঞ্জন উড়িয়ে দিয়েছিলেন রোনালদো।

বিশ্বকাপে বেশীরভাগ সময়ই বেঞ্চে কাটানো রোনালদোকে নিতে আগ্রহ দেখায়নি ইউরোপের কোন ক্লাব। কয়েকদিন ধরে আবারও আসছিল আল নাসরের নাম।

বেশকিছু গণমাধ্যমের বরাতে জানা যায় স্বাস্থ্য পরীক্ষার দিনক্ষণও চূড়ান্ত।

অবশেষে দ্য সান, ডেইলি মেইল, সিবিএস স্পোর্টস সহ বেশকিছু গণমাধ্যমের বরাতে জানা যায় আনুষ্ঠানিকভাবে দুই বছরের চুক্তিতে সৌদি আরবের ক্লাবেই যাচ্ছেন রোনালদো। এছাড়াও সিবিএস স্পোর্টসের দাবী, বাৎসরিক ৭৫ মিলিয়ন ডলারে চুক্তি সম্পূর্ণ করেছেন রোনালদো।

আজ শনিবার (৩১ ডিসেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে রোনালদোর যুক্ত হবার বিষয়টি নিশ্চিত করেছে আল নাসের।

২০২৩ সালের জানুয়ারির প্রথম সপ্তাহে হবে স্বাস্থ্য পরীক্ষা।

-আরপি

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily