সারাদেশঃ

ফেনীর ফতেহপুর রেলক্রসিংয়ে একটি যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন অন্তত ১৩ জন। পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালাচ্ছে।

আজ রোববার (১১ অক্টোবর) সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের ফেনী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। 

জানা যায়, সকালে চাঁপাইনবাবগঞ্জ থেকে চট্টগ্রামগামী একটি বাসকে চট্টগ্রামগামী চট্টগ্রাম মেইল ট্রেন ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। আহত হন অন্তত ১৩ জন। পরে হাসপাতালে নেয়ার পথে আরও একজন মারা যান।

-কেবি

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily