সারাদেশঃ

রাজধানীর মিরপুরের রূপনগর বস্তিতে অগ্নিকাণ্ড ছড়িয়ে পড়ছে। বস্তি ছাড়িয়ে পার্শ্ববর্তী এলাকায়ও ছড়িয়ে পড়ছে আগুনের লেলিহান শিখা।

ইতোমধ্যে একটি বহুতল ভবনেও লেগেছে আগুন। আগুন নিয়ন্ত্রণে বর্তমানে ঘটনাস্থলে কাজ করছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ২০টি ইউনিট।

আজ ১১ মার্চ, বুধবার সকাল পৌনে ১০টার দিকে আগুন লাগে বলে বেলা ১১টার দিকে জানান ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাসেল শিকদার।

তিনি জানান, সকাল ৯টা ৪৫ মিনিটে রাজধানীর মিরপুরের রূপনগরের ‘ত’ ব্লকের বস্তিতে আগুন লাগে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ করছে।

পরে আরো ৯টি ইউনিট যোগ হয়ে মোট ২০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তাদের সঙ্গে সাধারণ মানুষও যে যার মতো পানি ও বালি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন বলে জানা গেছে।

প্রাথমিকভাবে হতাহত এবং কিভাবে আগুন লেগেছে সে সম্পর্কে কিছু জানাতে পারেননি তিনি। 

সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী বস্তির অন্তত ৫০-৬০ শতাংশ ঘরে আগুন লেগেছে বলে জানিয়েছে স্থানীয় সূত্র।

উল্লেখ্য, এর আগে রূপনগর বস্তির পাশে মিরপুর-৭ নম্বর সেকশনের চলন্তিকা বস্তিতে গত বছরের অগাস্ট মাসে ও চলতি বছর জানুয়ারি মাসে দু’দফা অগ্নিকাণ্ড ঘটে। এতে ঘরবাড়ি ও মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily