রাবি প্রতিনিধি:
নিরাপদ সড়কের দাবিতে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালনের মাধ্যমে আগামীকাল রবিবার ক্লাস বর্জনের ঘোষণাসহ তিন দফা দাবি দিয়েছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীরা।
শনিবার রাত ৮টার দিকে রুয়েটের প্রধান ফটকের সামনে ও কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি পালনকালে এ দাবিগুলো পেশ করেন তাঁরা।
দাবিগুলো হলো, নিরাপদ সড়কের ব্যবস্থা করা, আজকের যে গঠনা ঘটেছে তার জন্য তদন্ত কমিটি গঠন করে সুষ্ঠুভাবে তদন্ত করা, ভুক্তোভোগী শিক্ষার্থীদের যাবতীয় দায়ভার সরকারকে নেওয়া।
এসময় আগামীকাল সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মানববন্ধন কর্মসূচি পালনের ঘোষণা দেন শিক্ষার্থীরা। মোমবাতি প্রজ্বলন অনুষ্ঠানে রুয়েটের প্রায় তিনশতাধিক শিক্ষার্থী অংশ নেন।
প্রসঙ্গত, গত ২৯ জুলাই দুপরে জাবালে নূর পরিবহনের একটি বেপরোয়া বাস বিমানবন্দর সড়কের জিল্লুর রহমান ফ্লাইওভারের গোড়ায় দাঁড়িয়ে থাকা শিক্ষার্থীদের চাপা দেয়। এতে শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দ্বাদশ শ্রেণির আবদুল করিম এবং একাদশ শ্রেণির দিয়া খানম মিম নিহত হন।
-এসএস