আন্তর্জাতিকঃ

তিউনিসিয়ার রাষ্ট্রপতি কাইস সাইয়েদকে হত্যার উদ্দেশ্যে বিষমাখানো চিঠি পাঠিয়েছিল অজ্ঞাত দুর্বৃত্তরা।

তবে চিঠিটি তার হাতে পৌঁছার আগেই রাষ্ট্রপতির এক শীর্ষ সহযোগী চিঠিটি খুলে তা পর্যবেক্ষণের সময় অসুস্থ হয়ে পড়েন।

গত ২৫ জানুয়ারি, সোমবার এই ঘটনা ঘটলেও জনমনে আতঙ্ক ছড়াতে পারে এমন শঙ্কায় তা কয়েকদিন গোপন রাখা হয়।

তবে এর তিনদিন পর গত ২৮ জানুয়ারি, বৃহস্পতিবার রাষ্ট্রপতি কাইস সাইয়েদ বিষয়টি সংবাদমাধ্যমে নিশ্চিত করেন। যদিও প্রাথমিকভাবে রাষ্ট্রপতি কার্যালয় সূত্রের বরাতে দেশটির গণমাধ্যমে এ বিষয়ে খবর প্রকাশিত হয়েছিল।

পরে রাষ্ট্রপতির কার্যালয় থেকে পাঠানো এক বিবৃতি সূত্রে জানা যায়, সোমবার কাইস সাইয়েদকে উদ্দেশ্য করে পাঠানো একটি চিঠি তার শীর্ষ সহযোগী নাদিয়া আকাচার ডেস্কে পৌঁছায়। ওই চিঠিটি খোলার পর তিনি লিখিত কিছু দেখতে পাননি। তবে দ্রুতই তার শরীর খারাপ হতে থাকে। হঠাৎ করে তিনি দুর্বল বোধ করেন। তিনি চোখে অন্ধকার দেখেন এবং তার প্রচণ্ড মাথাব্যথা হয়।

নাদিয়ার রুমে থাকা আরেকজন কর্মকর্তাও অসুস্থ বোধ করার পর দ্রুতই তাদের সামরিক হাসপাতালে পাঠানো হয় বলে তিউনিসিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।

পরে চিঠি পরীক্ষা-নিরীক্ষার জন্য মন্ত্রণালয়ের স্পেশাল সার্ভিসে পাঠানো হয়েছে। এদিকে ঘটনায় বিশেষ একটি ব্রিগেড তদন্ত করছে বলে জানিয়েছে তিউনিসিয়ার কৌঁসুলির অফিস।

২০১৯ সালের নির্বাচনে জয়লাভ করে ক্ষমতায় আসেন কাইস সাইয়েদ।

বেশ কিছুদিন ধরে তাকে বিষপ্রয়োগে হত্যার গুঞ্জন ছড়িয়েছিল। এই ঘটনার পর তিনি সম্পূর্ণ সুস্থ ও অক্ষত রয়েছেন বলে জানান  রাষ্ট্রপতি সাইয়েদ।

-কেএম

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily