অনলাইন ডেস্কঃ

সদ্য ঘোষিত রাজশাহী মহানগর ছাত্রদলের ৯টি ইউনিটের নতুন কমিটি স্থগিত করা হয়েছে। সোমবার সন্ধ্যায় মহানগর ছাত্রদলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে কমিটি স্থগিতে কথা জানানো হয়।

কমিটি নিয়ে দুপক্ষের মধ্যে উত্তেজনার পর ঘোষণার দুই দিনের মধ্যেই এ সিদ্ধান্ত নেয়া হয়।

মহানগর ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান জনি এবং সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রবি স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মহানগর ছাত্রদলের সিদ্ধান্ত অনুযায়ী গত শনিবার তিনটি শিক্ষাপ্রতিষ্ঠান এবং ছয়টি থানা ইউনিট কমিটি অনুমোদন দেয়া হয়। কিন্তু ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক এ নতুন কমিটিগুলো সাময়িকভাবে স্থগিত করা হলো।

গত শনিবার রাতে মহানগর ছাত্রদলের বোয়ালিয়া, রাজপাড়া, মতিহার, শাহ মখদুম, কাশিয়াডাঙ্গা, চন্দ্রিমা থানা এবং রাজশাহী সিটি কলেজ, রাজশাহী কলেজ ও নিউ গভ. ডিগ্রি কলেজ কমিটি ঘোষণা করা হয়।

-আরবি

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily