সারাদেশঃ

রাঙ্গামাটিতে অপহরণের ১৫ ঘণ্টা পর বিএনপি নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান দিপুময় চঞ্চঙ্গ্যার তালুকদার (৪০) গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার।

২৩ অক্টোবর, বুধবার সকাল সাড়ে ৭টার দিকে রাজস্থলি উপজেলার জিরোমাইল পাঁচেরজঙ্গল এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

রাজস্থলি থানার ওসি মফজল আহমেদ এমন তথ্য নিশ্চিত করেন।

এ বিষয়ে ওসি মফজল আহমেদ জানান, ২২ অক্টোবর, মঙ্গলবার বিকালে বিএনপি নেতা চেয়ারম্যান দিপুময় চঞ্চঙ্গ্যার তালুকদারকে অপহরণ করে নিয়ে যায় দুর্বৃত্তরা।

বুধবার সকাল সাড়ে ৭টার দিকে রাজস্থলি উপজেলার জিরোমাইল পাঁচেরজঙ্গলে একটি গুলিবিদ্ধ মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। নিহত দিপুময় চঞ্চঙ্গ্যার তালুকদারকে গুলি করে ও কুপিয়ে হত্যা করা হয়।

তিনি আরো জানান, ধারণা করা হচ্ছে, রাজনৌতিক দ্বন্দ্বের কারণে এ হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে।

নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হবে। এ বিষয়ে এখনো তদন্ত চলছে।

-কেএম

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily