অনলাইনঃ
রাজধানীর রমনা থানার সিদ্ধেশ্বরী সার্কুলার রোড থেকে অজ্ঞাত এক তরুণীর লাশ উদ্ধার করা হয়েছে।

গতকাল ৪ ডিসেম্বর, বুধবার রাত পৌনে ১১টার দিকে আনুমানিক ২০-২২ বছর বয়সী ওই তরুণীর লাশ উদ্ধার করে পুলিশ। তাদের ধারণা, আশেপাশের কোনো ভবন থেকে পড়ে ওই তরুণী মারা যান।

এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন রমনা থানার পরিদর্শক (তদন্ত) জহিরুল ইসলাম।

তিনি বলেন, ‘স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে লাশটি উদ্ধার করে পুলিশ। মালিবাগ সিআইডি অফিস এর ঠিক বিপরীত দিকে আয়েশা শপিং কমপ্লেক্স এর পেছনের গলিতে ওই তরুণীর লাশ পাওয়া যায়।’

মেয়েটির পরনে ছিল শর্ট কামিজ-প্যান্ট। তার বয়স ২০-২২ বছর হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় লোকজনের বরাতে তিনি জানান, এই তরুণী আশেপাশের কোনো ভবন থেকে পড়ে থাকতে পারে। কারণ এলাকাবাসী একটি শব্দ শুনেছিলেন।

তবে আশেপাশের ভবনগুলোর প্রতিটি তলাতে গিয়ে খোঁজ নেওয়া হলেও ওই তরুণীর পরিচয় জানা সম্ভব হয়নি।

এভাবে কোনো পরিচয় না পাওয়া গেলে তার আঙ্গুলের ছাপ নিয়ে পরিচয় উদ্ধার করবে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।

নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

-ডিকে

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily