আর্ন্তজাতিকঃ
এ বছরই চারবার মিসাইল ছুড়েছে উত্তর কোরিয়া। সর্বশেষ গত সোমবার পিয়ংইয়ং বিমানবন্দর থেকে সমুদ্রে দুইটি স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় দেশটি।

জানা গেছে, যুক্তরাষ্ট্রের সাথে দীর্ঘমেয়াদী সংঘাতের জন্য প্রস্তুত উত্তর কোরিয়া। দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন আবার চালু হতে পারে স্থগিত পরমাণু কর্মসূচি বলে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়েছেন।

আজ বৃহস্পতিবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএ প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গতকাল বুধবার শীর্ষ নেতাদের সাথে জরুরি বৈঠক করেছেন কিম। সেখানে যুক্তরাষ্ট্রের শত্রুভাবাপন্ন নীতিমালা আর সামরিক হুমকি বিপজ্জনক রেখা পার করেছে বলে মত দেন নেতারা। তাই অগ্রাহ্য না করে তারা পাল্টা পদক্ষেপ গ্রহণের পরামর্শ দেন বলেও জানিয়েছে গণমাধ্যমটি।

উল্লেখ্য, এতোদিন বন্ধ থাকা পরমাণু বোমা এবং দূর পাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা আবার শুরু করতে পারে পিয়ংইয়ং।

সম্প্রতি কোরীয় উপকূলে বেড়েছে উত্তেজনা। যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞার কড়া প্রতিক্রিয়া দেখিয়েছে পিয়ংইয়ং। চলতি মাসেই চালিয়েছে একাধিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা।

-টি

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily