যতটা ফ্যাশনেবল ততটাই সুরক্ষা ফ্রান্সের মাস্ক

যতটা ফ্যাশনেবল ততটাই সুরক্ষা ফ্রান্সের মাস্ক
যতটা ফ্যাশনেবল ততটাই সুরক্ষা ফ্রান্সের মাস্ক

ডেস্ক রিপোর্টঃ
করোনাকালের এ সময়ে মাস্ক ব্যবহার করা ছাড়া তো উপায় নেই। এটা তো এখন জীবনের সাথে ওৎপ্রোতভাবে জড়িয়ে গেছে।

কিন্তু তাই বলে ফ্যাশনেবল মাস্ক! তার মানে কি? এ মাস্ক যতটা ফ্যাশন সচেতন মানুষের দৃষ্টি কাড়বে সে অনুসারে জীবাণু থেকে সুরক্ষা দিতে পারবে না?

এমন যদি ভেবে থাকেন তাহলে জেনে রাখুন আপনি ভুল ভাবছেন। বরং এটা যেমন ফ্যাশনেবল তেমনিভাবে জীবানুকেও আটকাতে পারদর্শী। নিখাঁদ সুতি কাপড়ে তৈরি বিধায় এটা খুব নরম এবং ব্যবহারেও আরামদায়ক হবে।

ব্যক্তিগত সুরক্ষা, রাষ্ট্রীয় দায়িত্ব পালন, করোনা ভাইরাসের মহামারী রোধ এবং স্টাইল যে সমানভাবে চলতে পারে সেটাই পুরো বিশ্বকে শেখালো ফ্রান্স।

সম্প্রতি ফ্রান্সের একটি স্কুল পরিদর্শনে এমনই ফ্যাশনেবল মাস্কে দেখা গেলো ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোকে।

প্যারিসের পশ্চিমে স্কুল পরিদর্শনের সময় ম্যাক্রো তার টাই, নীল স্যুটের সাথে ফরাসি পতাকার রঙে লাল, সাদা এবং নীল বর্ণের রিবনযুক্ত গাঢ় নীল রংয়ের মাস্ক পরেছিলেন। এটা পরার উদ্দেশ্য হচ্ছে সামনে লকডাউন তুলে নিলে জনগণ যেন এই মাস্ক ব্যবহার করে চলাচল করে সে ব্যাপারে তাদেরকে উদ্বুদ্ধ করা।

ফরাসী রাষ্ট্রপতি বলছিলেন যে মাস্কটি জনগণকে ভাইরাস থেকে রক্ষা করার জন্য বিশেষভাবে নকশাকৃত। ছোট্ট কণা ফিল্টার করার ক্ষেত্রে এ মাস্কের কার্যকারিতা এবং স্বাভাবিকভাবে শ্বাসপ্রশ্বাস নেয়ার ক্ষমতা পরীক্ষা করেই সে দেশের সামরিক বাহিনী এ মাস্কের বাণিজ্যিক উৎপাদনের পক্ষে তাদের মতামত ব্যক্ত করেছে।

-কেএম

FacebookTwitter