মোদি সরকারের মন্ত্রী পরিষদে যাঁরা

আন্তর্জাতিকঃ
লোকসভায় নির্বাচনে বিজেপির বিপুল ব্যবধানে বিজয়ের পর দফায় দফায় আলোচনা শেষে ৫৭ জনকে নিয়ে গঠন করা হয়েছে দ্বিতীয় মেয়াদে নরেন্দ্র মোদির মন্ত্রিসভা।

বৃহস্পতিবার ভারতীয় সময় সন্ধ্যা সাতটায় নরেন্দ্র মোদির শপথ শেষে নতুন মন্ত্রীদের শপথ করান রাষ্ট্রপতি ভারতের রাষ্ট্রপতি রাজনাথ কোভিন্দ।

মোদির পরেই নতুন মন্ত্রিসভার রাজনাথ সিং শপথ গ্রহণ করেন। এরপরে প্রথমবারের মতো কেন্দ্রীয় মন্ত্রী পদে শপথ গ্রহণ করেন অমিত শাহ। এর পরেই শপথ গ্রহণ করেন নীতিন জয়রাম গাদকরী, ডি ভি ভি সদানন্দ গৌড়, নির্মল সীতারামান, রামভিলাস পাসওয়ান, নরেন্দ্র সিং তোমর, রবি শংকর প্রসাদ, হারসিমাত কাদের বাদল, থাওয়ার চাঁদ গেহলত, সুব্রহ্মণাম জয়শঙ্কর, রমেশ পোখরিয়াল ‘নিশঙ্ক’, অর্জুন মুন্ডা, স্মৃতি জবিন ইরানী, হর্ষ বর্ধন, প্রকাশ জাভেদেকার, পিয়ুষ গোয়ল, ধর্মেন্দ্র প্রধান মো.মুখতার আব্বাস নকভি, প্রলাদ জোশী, ডাঃ মহেন্দ্র নাথ পাণ্ডে,অরবিন্দ গণপাট সাবন্ত, গিরিজ সিং, গজেন্দ্র সিং শেখাওয়াত, সন্তোষ কুমার গঙ্গার, রাও ইন্দেরজিৎ সিং, শ্রীপ্রদ ইয়েসো নায়েক, জিতেন্দ্র সিং, কিরন রিজিজু, প্রহলদ সিং প্যাটেল, রাজ কুমার সিং, হারডিপ সিং পুরি, মনসুখ এল ম্যান্ডভিয়া, ফগগানিং কুলাস্ট, অশ্বিনী কুমার চৌবে, অর্জুন রাম মেঘালয়, জেনারেল (অব) ভি কে কে সিং, কৃষ্ণ পাল, ডেনভে রাওশেব দাদারাও, জি কিশান রেড্ডি, পারশোটাম রূপলা, রামদাস আঠওয়ালে, সাধভি নিরঞ্জন জ্যোতি, বাবুল সুপ্রিয়, সঞ্জীব কুমার বুলিয়ান, ধোত্রের সঞ্জয় শামরাও, অনুরাগ সিং ঠাকুর, আঙ্গাদি সুরেশ চাঁনবাসপ্পা, নীতানন্দ রায় রতন লাল কাতারিয়া, মুরেলধারন, রেণুকা সিং সারুতা, সোম প্রকাশ, রামেশ্বর তেলি, প্রতাপ চন্দ্র সারঙ্গি, কৈলাশ চৌধুরী, দেবশ্রী চৌধুরী মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন।

এবারের মন্ত্রিসভায় বেশ কয়েকজন নতুন সদস্য হয়েছেন।
-ডিকে

FacebookTwitter